Image description

মায়ের মাংস কিনতে বাসা থেকে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে পড়ে তিনি সহ আরও দুইজন মারা যান। এসময় তারা মাংসের দোকানে ছিলেন।

এদিকে, রাফিউলের মা নুসরাত (৪৪) আশঙ্কাজনকভাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখনও জানেন না রাফির বর্তমান অবস্থা।

রাফির সহপাঠীরা জানান, শুক্রবার ছুটির দিনে রাফি ও তার মা মাংস কিনতে বংশাল এলাকায় মাংসের দোকানে যান। এসময় মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে গুরুতরভাবে তারা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অন্যদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক ও নরসিংদীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়াও, রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হন। তারা হলেন সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।