Image description
 

আজকের (২১ নভেম্বর) ভূমিকম্পকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ভূমিকম্পকে মানুষের জন্য বড় একটি সতর্কবার্তা বলে উল্লেখ করেন।

 

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন—
“এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন— ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।’ (সূরা হাজ্জ: ১)”

তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা যদি আরেকটু বেশি হতো, তাহলে আজ বহু মানুষের জীবন শেষ হয়ে যেতে পারত।

 

“আজকের ভূমিকম্প বড় সতর্কবার্তা”

 

তার ভাষায়,
“আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।”

বাড়িতে অস্বাভাবিক কম্পন অনুভবের কথা জানান

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন—
“আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা। বড় ট্রাক গেলেও কেঁপে ওঠে সব। সেখানে আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি।”

কেন প্রস্তুত থাকতে বলা হয়—তা আবারও বোঝা গেল

তিনি আরও লেখেন—
“কেন বারবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয়—সেটা আরও একবার বুঝে আসল।”

শেষে তিনি সবার জন্য দোয়া করে বলেন—
“আল্লাহ আমাদের তাওফীক দান করুন।”