সম্প্রতি, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশ উত্তরায় ২৬/১০/২০২৫’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে উত্তরায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, ২০২২ সালের বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২০ নভেম্বর ‘খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৪১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২ সালের ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘সেদিন উত্তরা মডেল টাউনের সোনারগাঁও জনপথ সড়কে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। উক্ত সমাবেশে স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। এ কারণে আওয়ামী লীগের নেতারা রাস্তায় নেমে এসেছেন। এই শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপিকে সতর্ক করা হচ্ছে। বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না।’
সুতরাং, ২০২২ সালে উত্তরায় আওয়ামী লীগের উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।