Image description
 

ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিমা-শিমলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে বাসটির পেছনের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান চালক। বাসে তখন কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাসচালক চালক রেজাউল ইসলাম বলেন, বাসটি শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত। শ্রমিক পরিবহনের জন্য বাসটি নিয়ে ডিইপিজেড এলাকায় যাচ্ছিলাম। হঠাৎ করেই বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

 

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

 
 

বাস মালিক মো. সেলিম কালবেলাকে বলেন, আমাদের গাড়ি ডিইপিজেড এলাকায় শ্রমিক অনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকা পর হলে হঠাৎ বাসের পেছনে আগুন দেখেন চালক। পরে আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ কালবেলাকে বলেন, সাড়ে ৪টার দিকে উত্তর গাজীরচট এলাকায় চলন্ত বাসে আগুনের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।