Image description

সিলেটে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রিয়া শর্মা (২২) নামের এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বজনসহ সহপাঠীদের মধ্যে নেমে এসেছে নিস্তব্ধতা। শনিবার (১৫ নভেম্বর) সকালে করেরপাড়া এলাকায় ঘটনার সূত্রপাত হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

নিহত প্রিয়া শর্মা জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।

পুলিশ জানায়, সকালে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।