কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গতকাল দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনের নাশকতার ঘটনার জেরে রাজধানীতে গণ-পরিবহনের সংখ্যা ছিল কম। সকালে সড়কে মানুষের উপস্থিতি কম হলেও দুপুর থেকে পরিস্থিতি ছিল স্বাভাবিক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ডাকলেও রাজধানী ঢাকার কোথাও দলটির নেতাকর্মীদের কর্মসূচি পালনে মাঠে নামতে দেখা যায়নি। পথে পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির পাশাপাশি মোড়ে মোড়ে পাহারায় ছিলেন বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যাত্রীসংখ্যা কম হলেও ঢাকা থেকে দূরপাল্লার যান চলাচল করেছে। তবে ভোরে ঢাকার বাইরে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ও খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ওই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ৪৩ জনসহ সারা দেশে ১৯২৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্য বিভিন্ন মামলার আসামি হিসেবে ১০৭২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
রাজধানীর চিত্র: সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানচলাচল ছিল তুলনামূলকভাবে কম। প্রধান প্রধান সড়কগুলোতে গণপরিবহন চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি ছিল সীমিত। রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, সায়েন্সল্যাব, গাবতলীসহ বিভিন্ন এলাকার চিত্র একই রকম দেখা যায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন মোড়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এনসিপি’র নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের কঠোর অবস্থান দেখা গেছে। প্রতিটি মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আওয়ামী লীগের কেন্দ্র্রীয় কার্যালয়ে দেয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন এক কিশোর ও এক যুবককে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে কিশোরকে ছেড়ে দেয়া হয়। এছাড়া গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা-আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। মিরপুর-১৪ নম্বর সেকশন থেকে দু’টি ককটেলসহ নাঈম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওদিকে রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য জানান ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
লকডাউন ঘিরে অগ্নিকাণ্ড: লকডাউন ঘিরে ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর পল্লবীতে বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কমলাপুর রেলস্টেশনের সামনে রাত পৌনে ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি লেগুনায় আগুন দেয়া হয়। এছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে ৩টার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেয়া হয়।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দু’টি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সদর সাব-রেজিস্ট্রার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের বসার স্থানে আগুন লাগে। পানির বোতল উদ্ধার করা হয়েছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিনা। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে গতকাল ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান। পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপ ভ্যানে ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড বুঝতে পেরে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গভীর রাতে কালো রংয়ের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরমধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টার পরে বরগুনার সার্কিট হাউজ মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশালের উজিরপুরে বিএনপি’র একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া হাটের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। রাতে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়। উজিরপুর থানার এসআই মো. আল মামুন বলেন, বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ার শেরকোল এলাকায় মহাসড়কে বুধবার মাঝরাতে মশাল মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। এ সময় তারা শেখ হাসিনা, পলকসহ আওয়ামী নেতাদের মুক্তি ও সরকারবিরোধী নানা স্লোগান দেয়। এরপর নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান তানভিরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
ফেনী সংবাদদাতা জানান, গতকাল সকালে মিছিলের নামে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। আটককৃতরা হলো- দাগনভূঞা উপজেলার আরিফ হোসেন ও নাদিমুর রহমান তাসিফ, সোনাগাজীর আবুল হোসেন শান্ত, জহিরুল ইসলাম রিফাত ও শাহাদাত হোসেন শাহাদাত এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের আমির হোসেন জিহাদ।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিল ও বিভিন্ন সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। তাছাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে মশাল মিছিলে নেতৃত্বদানকারী কালা মিয়া (৫০)কে আটক করে। বুধবার দিবাগত রাতের শেষ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার লোহাজুরী ইউনিয়নে মশাল মিছিল করে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘণ্টার ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টাফ রিপোর্টার সাভার থেকে জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ঢাকার প্রবেশমুখগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে রাজধানীতে প্রবেশের প্রধান দু’টি পথ আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা বুধবার থেকেই জননিরাপত্তার জন্য চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালাচ্ছি। তবে চেকপোস্ট থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
এদিকে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে সাভার-আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো, রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী গোলাপ (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান শিশির, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মন্ডল (৩৭) ও ছাত্রলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিক। রংপুর মহানগর ও জেলা পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতাসহ বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।