Image description
 

চলতি নভেম্বরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৪২১ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

 

এর মধ্যে গতকাল বুধবার (১২ নভেম্বর) এক হাজার ৪০৩ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

 
 

তিনি বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছিল ৯৬ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৯ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ১৪৯ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৯০ কোটি ২০ লাখ ডলার।