হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন দায়িত্বে থাকা এক আনসার সদস্য। আটক ওই সদস্যের নাম জেনারুল।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর (হ্যাঙ্গার) গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বুট জুতা, প্যান্ট ও শার্টের ভেতরে লুকানো অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কার্গো এলাকার দায়িত্বে থাকা আনসার সদস্য জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একজন নিরাপত্তাকর্মী বলেন, “ওই আনসার সদস্য বিকেলে হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় তার হাঁটাচলায় অস্বাভাবিকতা দেখা যায়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়, তখন তার জুতার ভেতর ও পোশাকের ভেতরে মোবাইল ফোন পাওয়া যায়।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল ফোন চুরি করে বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ঘটনাটি প্রকাশ পাওয়ায় অন্যরা পালিয়ে যায়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও জবাবদিহিতার আওতায় আনতে তদন্ত চলছে।