দুর্বাঘাসের মাথায় শিশির বিন্দু ও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানিয়ে দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা থেকে এখন মেঘমুক্ত আকাশে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শীতের আগমনী বার্তায় ভোরের স্নিগ্ধ আলোয় সাদা বরফে মোড়া এই শৃঙ্গের দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্তের দর্শনার্থীরা।
বুধবার (৫ নভেম্বর) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা ও পাশের সানিয়াজান নদীর তীর থেকে স্পষ্ট দেখা যায় হিমালয়ের এই বরফাচ্ছাদিত পর্বতচূড়া। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত তিন দিন ধরে পরিষ্কার আকাশে উত্তর দিগন্তে ভেসে উঠছে কাঞ্চনজঙ্ঘার রুপালি রূপ।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূরের দিগন্তে উঁকি দেওয়া সাদা পর্বতচূড়ায় যেন নতুন দিনের আবহে মিশেছে অন্যরকম সৌন্দর্য। সকাল থেকেই তিস্তা ব্যারেজ এলাকায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার আনন্দঘন মুহূর্ত।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভারত বা নেপালে না গিয়েই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় — এটি তাদের জন্য গর্বের বিষয়। শীত মৌসুমের শুরুর দিকে আকাশ পরিষ্কার থাকলে প্রতিবছরই কয়েকদিনের জন্য এই দৃশ্য উপভোগ করা যায়।
ভূগোলবিদদের মতে, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট) — যা এভারেস্ট ও কে-টু’র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ থেকে এর দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় শীতকালে পরিষ্কার আবহাওয়ায় এটি দৃশ্যমান হয়।
দর্শনার্থী মেহেদী হাসান শুভ বলেন, “১০ কিলোমিটার দূর থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। মনে হয়েছে, সাদা বরফে মোড়া কোনো স্বপ্নের পাহাড় চোখের সামনে দাঁড়িয়ে আছে।”
প্রকৃতিপ্রেমী আরএম রিমন বলেন, “এই দৃশ্য শুধু তিস্তাপাড়ের সৌন্দর্য বাড়ায়নি, বরং এখানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার সুযোগও তৈরি করেছে।”
স্থানীয় পর্যটন কর্মকর্তারা বলছেন, কাঞ্চনজঙ্ঘা দর্শনের এ মৌসুমি সময়কে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ এলাকায় পর্যটন অবকাঠামো উন্নয়ন করলে উত্তরাঞ্চলের পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ঢাকাটাইমস