সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে গেছে।
তিন মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০-২৫ বছর বয়সী এক নারীর দুই হাত বাঁধছেন এক লোক এবং তাকে মারধর করছেন এক নারী। ভিডিওতে ভুক্তভোগী নারীকে গালমন্দ করতে শোনা যায় অনেককে। কেউ জিজ্ঞাসা করছেন, তিনি অটোরিকশা চুরি করেছেন কি না। তখন ওই নারী কাঁদছেন আর বলছেন, 'আমাকে মাইরেন না।ঘটনাটির ভিডিও ফেসবুকে আপলোড করেছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মনির হোসেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, 'নারীকে নির্যাতনের ঘটনা মাত্র শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
শীর্ষনিউজ