Image description
 

সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার বিরল দৃষ্টান্ত ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না—তাকে নিজের হাতে খাইয়ে দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট।

 

সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার তুলতে হিমশিম খাচ্ছেন। পাশে থাকা ক্রু সদস্য ধৈর্য ও মমতায় এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্টবক্স। কেউ লিখেছেন, ‘এটাই সত্যিকারের মানবতা’, আবার কেউ বলেছেন, ‘সৌদিয়া এয়ারলাইন্সের ওই কর্মী প্রশংসার যোগ্য’।

বিশেষজ্ঞদের ধারণা, ওই যাত্রী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন—এটি এক ধরনের স্নায়বিক ব্যাধি, যা শরীরের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা কমিয়ে দেয়। 

 

ওমরাহযাত্রীদের বহনকারী আন্তর্জাতিক ওই ফ্লাইটে এমন অনেক বয়স্ক মুসল্লি ছিলেন, যাদের সহায়তায় ক্রুদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সহানুভূতিপূর্ণ আচরণ দায়িত্বের সীমা ছাড়িয়ে এক অনন্য মানবিক উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।