বগুড়ায় ধানখেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম কাহালু এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি হাজরাদীঘি এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই থকতেন এবং পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন।
সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মোবাইলে একটি কল এলে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর তিনি আর ফেরেননি। আজ ভোরে স্থানীয়রা ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয় বগুড়া সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহ।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।