দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিম’-এর ২০২৬ তালিকা প্রকাশ করেছে। তালিকা আবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
তালিকা অনুসারে, ড. ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন, এখানে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর আগে তিনি ২০২৪ এবং ২০২৫ সালে এই তালিকায় স্থান পেয়েছিলেন।
এ বছরের তালিকার শীর্ষস্থানে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, দ্বিতীয় স্থানে পাকিস্তানের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে ইয়েমেনের আধ্যাত্মিক সুফি পণ্ডিত শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশের মধ্যে আরো রয়েছেন - ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি (৪র্থ); জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসেন (৫ম); আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমেদ মুহাম্মদ আল-তাইয়েব (৬ষ্ঠ); তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান (৭ম); সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৮ম); সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (৯ম); এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।
২০০৯ সাল থেকে, দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করে আসছে। মুসলিম সম্প্রদায়ের যেসব ব্যক্তি রাজনীতি, ধর্ম, সমাজকল্যাণ, সংস্কৃতি, অর্থনীতি এবং মিডিয়াতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন তাদেরকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয় এই তালিকায়।