ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি। সংসদ নির্বাচন সামনে রেখে অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সিদের নিয়ে ভোটার তালিকাভুক্ত করতে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বর তালিকা চূড়ান্ত হবে। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চলতি সপ্তাহে হবে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এ নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি করে ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে দেশের সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
সংসদ নির্বাচন সামনে রেখে এ বছরের ২ মার্চ এক দফা ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত করা হয়। এরপর বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফা হালনাগাদ চলে; এতে বাদ পড়া ও ১৮ বছরের বেশি বয়সিদের অন্তর্ভুক্ত করা হয়। এ হালনাগাদের চূড়ান্ত প্রকাশ করা হয় আগস্টে। তৃতীয় ধাপে ৩১ অক্টোবরের মধ্যেও যারা ১৮ বছর বা ভোটারযোগ্য হবে তাদের যুক্ত করা হয়; এ সংখ্যা ১৩ লাখের বেশি।
গতকাল ইসি সচিব আখতার আহমেদ জানান, এখন দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। যারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।
১১টি দেশের ২১ মিশন অফিসে নিবন্ধন চলমান : এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব ভোটার প্রবাসে রয়েছেন, তারা পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপে নিবন্ধিত হবেন তাদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা রয়েছে। এ লক্ষ্যে ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নিবন্ধন অ্যাপ উদ্বোধনের সময় কবে নাগাদ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা জানানো হবে। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইসি সেবা ১১টি দেশের ২১টি স্টেশনে চলমান রয়েছে উল্লেখ করে সচিব জানান, তারা ভোটার হওয়ার পর নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন, ভোটার হলে অ্যাপে নিবন্ধন করলে তারাও ভোট দিতে পারবেন। কম বয়সিরা এনআইডি পেলেই ভোট দেওয়ার সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করেন সচিব। তিনি বলেন, দেশে ও প্রবাসে ১৬ বছর বয়সিদেরও এনআইডি সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ভোটার তালিকাভুক্ত হবে না তারা, এনআইডি পেলেও কম বয়সিদের ভোট দেওয়ার সুযোগ নেই।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আরপিও সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। আমার জানা থাকলে আপনাদের জানাতাম।
নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিষ্পত্তির জন্য আমরা এখনো পর্যালোচনা করছি। আমার দৃঢ় বিশ্বাস, এ সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করতে পারব। যেসব দল নিবন্ধনের জন্য উত্তীর্ণ হবে, তাদের সবার নাম একসঙ্গে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
নির্বাচনি সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে এখনো তিনটি স্টেকহোল্ডারের সঙ্গে সংলাপ হয়নি। এর মধ্যে প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। আরপিও ও রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির গেজেট না পাওয়া গেলে রাজনৈতিক দলের সঙ্গে অর্থবহ সংলাপ করা সম্ভব নয়। তাই আমরা অপেক্ষায় আছি। গেজেট পেলেই সংলাপের কাজ শুরু করে দেব।