Image description

প্রশাসন থেকে শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের অনুগত আমলাদের অপসারণের দাবি জানিয়েছে জুলাই মঞ্চ। রোববার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবিটি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জুলাই মঞ্চের অন্যান্য নেতারা।

সরকারের প্রতি প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়কে ফ্যাসিবাদী আমলা মুক্ত করার আহ্বান জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘দেশ কি পলাতক শেখ হাসিনার আমলারাই চালাবে? জুলাই গণহত্যাকারী আমলাদের কি বিচার হবে না? সচিবালয় কি শেখ হাসিনার আমলা মুক্ত হবে না? আগামী নির্বাচনও কি শেখ হাসিনার নিয়ন্ত্রণে হবে?’

আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘উপদেষ্টাদের বডিগার্ড থেকে শুরু করে সব জায়গায় শেখ হাসিনার নিয়োগ করা লোক। পুরো সচিবালয় এখনো শেখ হাসিনার নিয়ন্ত্রণে। আমরা বিচারালয় থেকে কয়জন শেখ হাসিনার অনুগত বিচারককে সরাতে পেরেছি?’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অদক্ষতা ও আন্তরিকতার সমালোচনায় তিনি বলেন, ‘বিপ্লবের ওপর দাঁড়িয়ে, রক্তের ওপর দাঁড়িয়ে এই ধরনের উপদেষ্টা পরিষদ গঠিত হয় নাকি? কিছু কিছু উপদেষ্টার অদক্ষতা ও ব্যর্থতার কারণে বিপ্লব এখন গালিতে পরিণত হয়েছে।’