 
              জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, তিনি বুধবার (২৯ অক্টোবর) থেকে ছুটি নেন বাবার অসুস্থতার কারণ দেখিয়ে।
তবে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস্তবে বাবার খোঁজ নিতে নয়, বরং নিজের পছন্দের গাড়ি কিনতেই ঢাকায় যান এই বিচারক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁয়ের একটি নামী গাড়ির শোরুমে তাকে নতুন গাড়ি কেনার সময় দেখা গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে শরীয়তপুরে বিচারক সোলায়মানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও কলরেকর্ড ফাঁসের ঘটনায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। তার অপ্রত্যাশিত আচরণ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে স্থানীয় আইনজীবীরা মানববন্ধন ও আদালত বর্জনের ঘোষণা দেন। জনরোষ বাড়তে থাকায় হঠাৎ করেই তিনি ছুটিতে যান বলে জানা গেছে।
সূত্র বলছে, শাস্তিমূলক ব্যবস্থা আসন্ন জেনে আগেভাগেই তিনি সরকারি বরাদ্দের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গাড়িটি কিনেছেন। গাড়ি কেনার সময় তার সঙ্গে ছিলেন সরকারি ড্রাইভার ও গানম্যান। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন, এবং ঘনিষ্ঠ সূত্রের ভাষায় “ফুরফুরে মেজাজে” আছেন এই বিতর্কিত জেলা জজ।
ছুটি নেওয়ার পর থেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকার্য পরিচালনা করছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি কলরেকর্ডে সিনিয়র জেলা জজ সোলায়মান ও সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলামের মধ্যে উত্তপ্ত কথোপকথন প্রকাশ পেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে জানা যায়, সোলায়মানের বিরুদ্ধে আদালতের রায়ের কপি ছিঁড়ে ফেলার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু বলেন, “জেলা ও দায়রা জজ সোলায়মান সাহেব ছুটিতে গেছেন। কত দিনের জন্য ছুটি নিয়েছেন, তা নিশ্চিত নই। আপাতত বিচারকার্য পরিচালনা করছেন অতিরিক্ত জেলা জজ মহিবুল হাসান।”
এদিকে প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীনও জানিয়েছেন, জজ সাহেব ছুটি নেওয়ার সময় বাবার অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তবে তিনি কোথায় গেছেন বা কেন গেছেন, সে বিষয়ে প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানে না।
স্থানীয় আইনজীবীরা বলছেন, “জনগণের সামনে দায়বদ্ধ বিচারক এমন আচরণ করলে পুরো বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়।”
শীর্ষনিউজ
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 