 
              ওমরাহ ভিসার কার্যকারিতা বিষয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। পূর্বে তিন মাসের মেয়াদি ভিসা থাকলেও এখন থেকে ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ বিধান আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল তিন মাসই বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, কিন্তু একবার প্রবেশ করলে হাজিরা সর্বোচ্চ তিন মাস অবস্থান করতে পারবেন।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষ হয়ে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা ও মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের সম্ভাবনা মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যে চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন—যা আগের পুরো মৌসুমের রেকর্ড ছাড়িয়েছে।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 