কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বাবা মোহাম্মদ সেতাব উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ এ আরাফাত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দেন আরাফাত। মৃত্যুর সময় বাবার পাশে থাকতে না পারার আক্ষেপও জানান তিনি।
মোহাম্মদ এ আরাফাত রাজশাহীতে জন্মগ্রহণ করেন। আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। আরাফাতের পিতা মোহাম্মদ সেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন আরাফাত। ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে।
মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।