কখনো সংস্কার, কখনো পিআর, কখনো গণভোটের কথা বলে নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা রুখে দিতে হবে' বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিট,র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বোদা উপজেলা যুবদলের গণজমায়েত ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর পায়তারা করছে, তাই আমাদের সজাগ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি নিয়ে যুবদল সহ দলের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীকে মানুষের দ্বারেদ্বারে গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। অতীতের চাওয়া পাওয়া নিয়ে দ্বিধা বিভাজন ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলেই সতের বছরের কষ্ট, পরিশ্রম স্বার্থক হবে।
উপজেলা যুবদলের আহবায়ক এলাহি কুদরত সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময় সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফ্যাস্টুন সহ বাদ্য-বাজনা নিয়ে গণজমায়েত ও সমাবেশ স্থলে হাজির হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী কেন্দ্রীয় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।