সিরাজগঞ্জে লেখক-সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি (৬০) ঢাকায় মেয়ের বাড়িতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের রহমতগঞ্জ কবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
মনিরুজ্জামান মনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা ছিলেন।
মনিরুজ্জামান মনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন।
তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে মৃত আব্দুল আজিজ খানের ছেলে ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য শহীদ এম মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি। ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি স্টেশন ছেড়ে রেলসড়কের বাসে বসেছিলেন। হঠাৎ ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শীর্ষনিউজ