অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করে।র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অষ্টম শ্রেণির স্কুলছাত্রকে বলাৎকারের ঘটনায় গত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে জেলা বিএনপি জুয়েলকে দল থেকে বহিষ্কার করে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাত ১১টার দিকে এক স্কুলছাত্রকে চর সোলিমাবাদ বাজার এলাকার একটি ঘরে ডেকে নিয়ে বলাৎকার করেন চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির, একই উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই ছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এদিন বিকেলেই জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।