Image description

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে গতকাল শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া দুইপক্ষের সংঘর্ষে নারীরাও সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয়দের বরাতে জানা যায়, কিছু নারী সংঘর্ষে জড়িতদের পানি পান করাচ্ছেন, কেউবা সরাসরি ইটপাটকেল ছুঁড়ে আক্রমণ করছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে হাস্যরস ও তীর্যক মন্তব্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিরামপুর গ্রামে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে টানা কয়েক ঘণ্টা চলেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে হারুণ মিয়া ও সাচ্চু মিয়ার পক্ষের মধ্যে আধিপাত্য বিস্তার ও পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি জুয়া খেলার ২০০ টাকা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সামাজিকভাবে মীমাংসা করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে প্রয়াত হাসিম মিয়ার শতবর্ষী স্ত্রী বিবি বেগম মারা গেলে, মায়ের দাফনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে লিপ্ত হন।

গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, পায়ে ক্রিকেট প্যাড পড়া অবস্থায় কেউ দা হাতে এগোতে দেখা গেছে। কেউবা ইটপাটকেল ছুঁড়ে আক্রমণ করেন। ঘটনার সময় ছোড়া হচ্ছে ককটেল, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় বাড়িঘরে। এই রণঝংকারে সাচ্চু মিয়ার পক্ষের নাসির উদ্দিন (৬৫) নামে বৃদ্ধ নিহত হন।

সংঘর্ষের পর এলাকা থেকে স্থানীয়রা জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যান। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হলেও এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত নাসির উদ্দিনের লাশ ময়নাতদন্ত করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন সংঘর্ষ এড়ানো যায়।