পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক আজ ঢাকায় আসছেন। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আসছেন তিনি। জেইসি বৈঠকটি আগামীকাল অনুষ্ঠিত হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কাল ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম জেইসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকিংসহ অন্যান্য সংশ্লিষ্ট খাত নিয়ে আলোচনা হবে। এই সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেইসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিন দিনের সফরে ঢাকায় আসছেন।
জেইসি বৈঠকের পাশাপাশি আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশ ও জোটের জেইসি অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মূলত সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা জেইসির আলোচনার বিষয় হয়। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সবশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর। এরপর দীর্ঘ ১৯ বছর কোনো বৈঠক হয়নি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদ সফরে যাচ্ছেন বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ২৮ অক্টোবর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য তিনি ইসলামাবাদ রওনা হবেন।