আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানা পুলিশের দাবি, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা অবৈধ অস্ত্র প্রদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদ করে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। পরে ওইদিন বিকেলে ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ডামি রাইফেলসহ মুজাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আজ শনিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তুরাগ থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।