
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ ১০ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়াকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশীকুর রহমান শুনানি শেষে দুজনকে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই দিন ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজ্জাত হোসেন সাগর নিষিদ্ধ ছাত্রলীগের পদবি ছাড়াও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
এদিকে সাগর ও তার সহযোগীকে থানায় নিয়ে আসার খবরে উত্তেজিত ছাত্র-জনতা থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় আদালতপাড়ায় পুলিশের প্রিজনভ্যান ও আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন তারা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নিয়ে আসে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বিদেশে পালিয়ে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিয়ে দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। এক মাস ধরে সাগরকে অনুসরণ শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে কর্মসূচি করতে জড়ো হন কয়েক হাজার ছাত্র-জনতা। এ সময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক লোক। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাগরকে।