Image description
 

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে চালকের সাহসিকতায় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ব্যাথা পান। পরে বিকল্প ইঞ্জিন লাগিয়ে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পরে ঢাকা অভিমুখে ছেড়ে যায় ট্রেনটি।

ময়মনসিংহ রেল স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমউিটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে যাবার কিছুক্ষণের মাঝেই পাটগুদাম রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনে ধোয়ার কুন্ডলি দেখতে পেয়ে ট্রেনটি দাড় করান চালক। পরে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে সমর্থ হন।

তবে কি কারণে আগুন লাগার ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিক কিছু না বলা গেলেও ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন কিংবা উচ্চতাপে এই ঘটনা ঘটে থাকতে পারে। পরে দুপুর সোয়া তিনটার দিকে রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা দেয়। এ ঘটনায় দেড় ঘন্টা ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শীর্ষনিউজ