
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বুধবার (২২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়ড ফেসবুক একাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ [Significant] সময় হবে ইনশাল্লাহ।’ তার এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত দিয়েছেন সেটি জানা যায়নি।
এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
পরে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ সহ কয়েকটি বিষয়ে বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ। পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।