Image description
 
 
ঢাকার গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ক্যাসিনোকাণ্ডে বিতর্কিত ব্যবসায়ী সেলিম প্রধানকে। শুনানিকালে কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে সেলিম প্রধান বলেন, ‘তোমরা কি আমাকে মেরে ফেলবে? তোমরা যদি ৫০ শতাংশ সৎ থাকতে, তাহলে দেশের আজকে এই অবস্থা হতো না।’
 
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সন্দেহে সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আবেদনটি মঞ্জুর করেন।
 
এদিন বেলা ১২টা ৫৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে সেলিম প্রধানকে এজলাসে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়ানোর পর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।