Image description

হিজাব ও নেকাব পরে চ্যানেল আই এ নারীদের অংশগ্রহণ একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। 

তারা বলছে, নেকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার। নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে অনুষ্ঠানটির উপস্থাপিকা নুসরাত জাহান জেরি বলছেন, এমন ঘটোনা ঘটলে আমি নিজেই এই পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতাম। তিনি বলছেন, জ্বি, চ্যানেল আই এর যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি!  প্রথম থেকেই যারা আমাদের শো দেখেন, আপনারা দেখেছেন যে হিজাব, শাড়ি, জিন্স, কুর্তি, টুপি, পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষ'ই আমাদের অতিথি ছিলেন। 

জেরি বলেন,  যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের, তাদের পছন্দের স্বাধীনতা'য় বিশ্বাসী মানুষ। আমার শো তে নিকাব নিষিদ্ধ থাকবে?এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমিই এর বিরুদ্ধে দাড়াতাম। আমাদের শো প্রোডিউসার গালিব ভাই নিজেই এমন কিছু হতে দিতো নাহ।

এমন কনো নিয়ম চ্যানেল আই দেয়নি জানিয়ে জেরি বলছেন, চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনওদিন "নো হিজাব/নো নিকাব" রুলস দেয়নি, আমার জানামতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপার টায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।