Image description

ঢাকায় বিমানের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলেটে অবতরণ করে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। তারা আটকা পড়েন সিলেটে। এমন পরিস্থিতিতে যাত্রীদের ঢাকায় পাঠাতে জেলা প্রশাসন তাৎক্ষণিক ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করে।

সিলেটে আটকে পড়া যাত্রীদের জন্য শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত একটি বগি সংযুক্ত করে যাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সাংবাদিকদের জানান, সিলেটে জরুরি অবতরণ করা ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা জরুরিভিত্তিতে ঢাকায় যেতে চান, তাদের জন্য আমরা বিশেষ বগির ব্যবস্থা করেছি। তারা রেলস্টেশনে এসে টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠতে পারবেন।

এর আগে শনিবার বিকাল ৩টা ৩১ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৪০ সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এতে ৩৯৬ জন যাত্রী ছিলেন। এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ১৫৩ জন ও ৬টা ১৫ মিনিটে মালয়েশিয়া থেকে ৭৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলার দুটি ফ্লাইট সিলেটে নামে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, বিমানবন্দরে একাধিক ফ্লাইট অবতরণের সক্ষমতা রয়েছে। আমরা যাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। তারা বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করছেন এবং প্রয়োজনে রেলওয়ে ও জেলা প্রশাসনের সহায়তা পাচ্ছেন।

দক্ষিণ সুরমার যাত্রী আব্দুস সামাদ বলেন, রাতেই আমার ঢাকা থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার ফ্লাইট ছিল। অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে ফ্লাইট বাতিল হয়েছে। এতে আমার বড় ক্ষতি হলো।