বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল নামে আরও এক যুবক ছুরিকাঘাতে আহত হয়।
শনিবার রাত ১২টার দিকে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হৃদয় চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবারের লোকজন জানান, কয়েকদিন আগে হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। পরবর্তীতে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে বাবু না দিয়ে তালবাহানা শুরু করে। একপর্যায়ে বাধ্য হয়ে আশিক বিষয়টি বাবুর বড় ভাই রনিকে জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করে বাবু। হোসেন ও সাগরকে আটকে রেখেছে— এমন খবর পেয়ে রাতে রাসেলকে নিয়ে বাজারের দিকে যায় হৃদয়।
তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে বাবুর সঙ্গে দেখা হলে হুট করেই বাবু হৃদয় ও রাসেলকে ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার এসআই আবু তাহের জানান, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে ছুরি আঘাত রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।