Image description

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরাতে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। এমন একটি নোটিশ শেয়ার করে অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন আজিজী আজ রবিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আপনারা হাজিরা দেবেন শহীদ মিনারে। বেটা আগে তোর মসনদ সামলা। এরপর না হয় নোটিশ দিস। শিক্ষকদের শ্রেণি কক্ষে বাধ্য করলে আপনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।’‌

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর শেয়ার করা কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষকদের জন্য জারিকৃত নোটিশটিতে বলা হয়েছে, উপজেলার সমন্বয় সভার সিদ্ধান্ত ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে রৌমারী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ ও শিক্ষক-কর্মচারীর হাজিরা এর ছবি প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে ‘রৌমারী মাধ্যমিক শিক্ষা পরিবার’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ বলা হলো।

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। 

এবার আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন।