
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর যড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলনের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচাল করা যায় সেই চেষ্টা চলছে।
শনিবার (১৮ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আজীজি বলেন, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার জন্য আন্দোলনে উস্কানি দিচ্ছেন। সরকার ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দাবি মেনে নেওয়া হচ্ছে না।
এ সময় আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি বলেন, ন্যায্য দাবি নিয়ে কোনো ছাড় দেবে না অনশনরত আন্দোলনকারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার শহিদ মিনার থেকে শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার ও মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেয়াসহ তিন দফা দাবিতে কালো মিছিল করে আন্দোলনরত শিক্ষকরা। তারা শহিদ মিনার থেকে মিছিল নিয়ে কদম ফোয়ারায় গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে আবারও তারা শহিদ মিনারে ফিরে যায়।