
চীনের ওয়াং শাংকুন নামের এক তরুণের কিশোর বয়সের এক সিদ্ধান্ত তাকে সারাজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। মাত্র ১৭ বছর বয়সে আইফোন ও আইপ্যাড কেনার নেশায় তিনি নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন।
২০১১ সালে দরিদ্র পরিবারের এ তরুণ আইফোন ৪ কেনার তীব্র ইচ্ছায় ব্ল্যাক মার্কেটে এক চোরাচালান চক্রের সঙ্গে যোগাযোগ করে। একটি অনলাইন পোস্ট দেখে প্রলুব্ধ হয়ে তিনি অবৈধ অস্ত্রোপচারের মাধ্যমে নিজের একটি কিডনি বিক্রি করেন এবং পান ২০ হাজার ইউয়ান।
সে টাকা দিয়ে ওয়াং আইফোন ৪ ও আইপ্যাড ২ কেনেন। কিন্তু শিগগিরই শুরু হয় দুঃস্বপ্ন—অস্ত্রোপচারের সংক্রমণে তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে, অন্য কিডনিটিও ক্ষতিগ্রস্ত হয়। এখন ৩১ বছর বয়সে তার কিডনি মাত্র ২৫ শতাংশ কার্যক্ষম, ফলে আজীবন ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হচ্ছে।
ঘটনাটি সামনে আসার পর চীনা কর্তৃপক্ষ তার সহায়তায় অবৈধ অঙ্গ বিক্রির চক্রটি ধ্বংস করে এবং অবদানের স্বীকৃতি হিসেবে ওয়াংকে ১৪ লাখ ৮ হাজার ইউয়ান পুরস্কার দেয়।
ওয়াং এখন অন্যদের সতর্ক করে বলেন, ‘একটি ফোনের জন্য নিজের জীবন বিক্রি করা কখনোই লাভের নয়’।
সূত্র : জে এন।