Image description

কাঁদলেন শিক্ষক নেতা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত অন্যরাও আবেগে ভেঙে পড়েন।

বক্তব্যকালে শিক্ষক নেতা আজীজি বলেন, রাষ্ট্র যেহেতু ৬ লাখ মানুষের ডাল-ভাতের ব্যবস্থা করে দিতে পারছে না; তাই আমাদের উচিত- রিকশা-সিএনজি চালিয়ে জীবনযাপন করা। এভাবেই আমরা আমাদের সন্তানদের লালন-পালন করব। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা কৃষি কাজ করব।

তিনি বলেন, আমাদের দাবি খুবই যৌক্তিক। আমাদের ২০% বাড়ি ভাড়া দেওয়া হোক। কিন্তু সেটা তারা দিতে পারবেন না। তারা আলোচনার নামে আই-ওয়াশ করেছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা সম্বোধন করেছি, তাকে অনুরোধ করেছি- আমাদের বিষয়টা দেখতে। কিন্তু অপরগতা প্রকাশ করেছেন।

আন্দোলন কীভাবে চলছে জানিয়ে জনপ্রিয় এই শিক্ষক নেতা বলেন, আমাদের শিক্ষকরা নিজের টাকা খরচ করে ঢাকায় এসেছে। নিজেদের টাকায় রুটি-কলা খেয়ে থাকছে। শুধু কয়েকটি ব্যানার ও মাইকের জন্য টাকা লাগছে, যা আমরা পুরোটা নিজেদের টাকায় কিনেছি। এখানে এক টাকা চাঁদা বা হাতিয়ে নেওয়ার মত কোনো বিষয়  নেই।

শিক্ষকদের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জনপ্রিয় এই শিক্ষক নেতা

 

‘আলোচনায় কী হয়েছে’ জানিয়ে অধ্যক্ষ আজীজি বলেন, আমরা আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করতে বলেছি। কিন্তু উনি (উপদেষ্টা) তার বক্তব্যে অনড়। তিনি বলেছেন- এর বাইরে তিনি কিছু করতে পারবেন না। আমরা বলেছি, এখন অন্তত ১০% বাড়ি ভাড়া দেবেন, পররবর্তী বাজেটে আরও ১০%সহ মোট ২০ শতাংশ করে দেবেন এবং পুরো বিষয়টা স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। কিন্তু তারা এটাতে রাজি হয়নি।

তিনি আরও বলেন, বাজেটের আগে কয়েক দফায় আমরা চিঠি দিয়েছি, যেন আমাদের শিক্ষকদের বিষয়গুলো দেখা হয়। যে আবেদনে বাড়ি ভাড়া, টিফিন ভাতা, উৎসব ভাতাগুলোও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সেটা হয়নি।