
রাজধানীর মিরপুরে ময়লার স্তুপে কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ৭ বছরের শিশু তামিন গুরুতর আহত হয়েছে। এতে তার হাত ও পেটের কিছু অংশ ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর—১ নম্বর মধ্য পাইকপাড়া নীলাচল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তামিনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম শুক্রবার সকালে মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া এলাকার একটি রিকশার গ্যারেজের ময়লার স্তুপ থেকে ককটেলটি কুড়িয়ে পায়। শিশুটি না বুঝে এটি নিয়ে খেলার ছলে বাড়ির দেয়ালে ছুঁড়ে মারলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ককটেলটি একটি রিকশার গ্যারেজের ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। শিশুটি এটি কুড়িয়ে নিয়ে খেলতে গেলে বিস্ফোরণে আহত হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।