
বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পর্শে দু’জন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে স্থাপিত ওই ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনার সময় তারা দুর্ঘটনার শিকার হন। তাদের মধ্যে একজন সেনাসদস্য, অন্যজন বেসরকারি কর্মচারী।
নিহত ব্যক্তিরা হলেন– সেনাসদস্য মো. আরিফ হাসান (২৭) ও বেসরকারি কর্মচারী (ধোপা) হাছিব খান (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়েছিলেন ধোপা হাছিব খান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়লে সেনাসদস্য আরিফ হাসান তাকে রক্ষায় এগিয়ে যান। তখন দু’জনই বিদ্যুতায়িত হয়ে পড়েন। অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে তাদের উদ্ধার করেন।
ওসি আতিকুর রহমানের ভাষ্য, স্থানীয়ভাবে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। পথেই আরিফ হাসান ও হাছিব খান মারা যান। তাদের মরদেহ খুমেক হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।