Image description

নাটোরের লালপুর উপজেলায় বিরল ঘটনার জন্ম দিয়েছেন এক দিনমজুর দম্পতি। আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ চিকিৎসা চলছে।

এমন বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। স্থানীয় অনেকেই হাসপাতালে গিয়ে মা ও সন্তানদের খোঁজখবর নিচ্ছেন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুর হিসেবে দৈনিক ৪৪৫ টাকা আয় করেন। সন্তানদের চিকিৎসা ও ভবিষ্যৎ লালন-পালন নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে তিনি বলেন, ‘এতগুলো সন্তানের খরচ বহন করা আমার পক্ষে একটু কঠিন। আমি সবার কাছে দোয়া চাইছি, আর বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।’