Image description

রাজধানীর কামরাঙ্গীচরে একটি বাসায় সালমা (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীর তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৮ নং গলির মোক্তাকিন মিয়ার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। 

লক্ষ্মীপুরের সদর উপজেলার বদরপুর গ্রামের শাহ আলমের মেয়ে সালমা।

হাসপাতালে তার মা রীনা বেগম জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে সালমা। এর কিছুক্ষণ পর রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে।

দেখতে পেয়ে স্বজনরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

কী কারণে সালমা আত্মহত্যা করতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।