
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘প্রতীকের যে তালিকা, সেখানে শাপলা নেই। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে।’
এনসিপি’র দলীয় প্রতীক পাওয়া প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ‘এনসিপি জানে এই প্রতীকটা নেই, নিষ্পত্তি এখন তাহলে দু’জনের সম্মতিতেই।’
তিনি আরও বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হলো, ১১৫টা যে শিডিউল করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হলো, যে প্রতীকগুলো আছে সেখান থেকে একটা নিতে হবে। সেখানে যদি শাপলা প্রতীক না থাকে, তাহলে দেয়ার সুযোগটা কোথায়?’
উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।