Image description

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ড. ইউনূস এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সম্প্রতি ক্রাউন প্রিন্স অধ্যাপক ইউনূসকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান বলে একাধিক সূত্র জানিয়েছে। সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মধ্যে ক্রাউন প্রিন্সের এই আমন্ত্রণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে চুক্তিটিকে ন্যাটোর সঙ্গে তুলনা করেন।

চুক্তিতে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং দু’টি দেশ একসঙ্গে এর মোকাবিলা করবে। খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, যদি পাকিস্তান বা সৌদি আরব যেকোনো দিক থেকে আক্রান্ত হয়, তবে তা উভয় জাতির ওপর আক্রমণ বলে বিবেচিত হবে, এবং আমরা একসঙ্গে এর জবাব দেব।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিটি প্রমাণ করে যে, ক্রমবর্ধমান হুমকির মুখে সৌদি আরব পাকিস্তানকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার মনে করে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে ড. ইউনূসের সফরের আমন্ত্রণ বহুমাত্রিক তাৎপর্য বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শীর্ষনিউজ