
বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অবসর প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাদের অবসর কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশ সার্ভিসের ৩১তম ব্যাচভুক্ত এই ৯ কর্মকর্তা সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর পেয়েছেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কেএম আজিজুল ইসলাম, মোঃ আব্দার রহিম, মোঃ জালাল উদ্দিন নীর, আনোয়ার আলী খান, সিরাজুল ইসলাম খান, মোঃ আব্দুল হক বানী, আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), আফিজুল হক এবং আলতাফ হোসেন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান জনস্বার্থে গ্রহণযোগ্য ও যৌক্তিক বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া, তাদের কেউ যদি ইতোমধ্যে কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হন, তবে তারা যথাযথ সরকারি সুবিধাদি পাবেন।