Image description

রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে অল্পের বেঁচে গেলেন কয়েকশ যাত্রী। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারণে এ ঘটনা ঘটে।

 

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরনের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

 

রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশন নির্ধারিত যাত্রাবিরতি দেয়। যাত্রা বিরতির এক মিনিটের মাথায় বেলা ১২টা ৩০ মিনিটে রেলস্টেশনের ডাউন পয়েন্ট হোম সিগনাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনেটিতে দুটি মালবাহীসহ মোট ১০টি কোসসহ প্রায় ৬০০ যাত্রী নিয়ে লালমনিরহাট যাত্রার দুর্ঘটনার কবলে পড়ে।

 

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইউছুফ আলী আমার দেশকে বলেন, আমার পয়েন্ট এবং সিগন্যাল ঠিক আছে।