Image description

ব‍্যারিস্টার ফুয়াদকে টলস্টয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’ থেকে শিক্ষা নিতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে হামিম লেখেন, আমরা কথা বলতে  বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ‍্য হবে, মার্জিত হবে এটা জানা অত‍্যন্ত জরুরি। খুব দুঃখের সাথে পরিলক্ষিত করলাম, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যেয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন।

তিনি লেখেন, ব‍্যারিস্টার ফুয়াদদের  এ দেশের জনগণ  ফ‍্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। কিন্তু, তার মুখ থেকে যখন এ ধরণের শব্দচয়ন হয়, এ জাতি থমকে দাঁড়ায়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর  লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠলো গত জুলাই-আগস্টের সেই আওয়ামী বয়ান প্রথম শহীদ আবু সাঈদ নাকি টোকাই-গাঁজাখোর ছিল। 

তিনি আরও লেখেন,  ব‍্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রী এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। টলস্টয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’ এর ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখোম জানতো না কতটুকু দৌঁড়ে তার থেমে যাওয়া উচিত, ব‍্যারিষ্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেয়ার অনুরোধ করছি।

জাতীয় নির্বাচনকে ব‍্যহত করার পায়তারা সফল হতে দেবেন না হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের এই নেতা লেখেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দু হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনই ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবে; কিন্তু পিআর এর মতন অসম ব‍্যবস্হা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব‍্যহত করার পায়তারা সফল হতে দেবে না, এটাও মনে রাখবেন।