Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আল্লাহর দেওয়া কোন প্রতিশ্রুতি না জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবে। এটা কিন্তু ঠিক না৷ আমরা বিশ্বাস করি জামায়াত এটা ইসলামী দল, আসলে এটা কোন ইসলামী দল না—এটা একটা রাজনৈতিক দল, নামটা ব্যবহার করে ইসলাম৷

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৌরসদরের নিজ বাসভবন মারুফ ভিলায় দাউদকান্দি পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

ড. মোশাররফ হোসেন বলেন, সামনে একটি নির্বাচন. অবশ্যই যে সরকার ছিল ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকার তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন ছিল তা ধ্বংস করে দিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল৷ আমরা বিএনপি গত ১৫ বছর যাবত আন্দোলন করেছি৷ এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য৷

 

তিনি আরও বলেন, আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে৷ ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে৷

 

উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালণায় ওআহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি ড. খন্দকার মারুফ হোসেন৷

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম সামছুল হক, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপি'র আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার প্রমুখ৷

সভায় পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।