Image description

শিবির দেখিয়েছে সততা, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে বলে মন্তব্য করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ছাত্রশিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই, যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে অনেক দূরে চলে গেছে ছাত্রশিবির।’

তিনি আরও বলেন, ‘৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-রাজনীতির ছকটাই যে উল্টে গেছে, সেটা সম্ভবত নানা বানিজ্যে (পোস্টিং, পদোন্নতী এ জাতীয়) ব্যস্ত এই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি। তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে।’

জুলকারনাইন সায়ের লেখেন, ‘গত এক বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন, আর সবাই জানত সেই কমিটিগুলোতে কোন পদের বাজারমূল্য কত? শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে—টিউশন, ভাতা, এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। ছাত্রদলের তা ছিল না, এবং কোন পরিকল্পনার আগ্রহও তার ছিলো বলে কখনো মনে হয়নি।’

তিনি উল্লেখ করেন, ‘যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন ও সৃজনশীল, তখন ছাত্রদলের ছাউনি ছিল নিরানন্দ ও একঘেয়ে। শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে, ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে। শিবির দেখিয়েছে সততা, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে।’

সবশেষে তিনি বলেন, ‘কেবল একজন বিএনপি নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করার নীল নকশা এঁকে ফেলেছেন, তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন। নিজ ব‍্যর্থতা ঢাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে ডাকসু নির্বাচনে নাকি জালিয়াতি হয়েছে, তাই হারতে হয়েছে। যদি ছাত্রদলকে এখনই এই মাফিয়া-ধাঁচের নেতাটির কবল থেকে মুক্ত না করা হয়, তাহলে ছাত্রদল তো বটেই, পুরো বিএনপিই ভয়াবহ বিপদের মুখে পড়বে। ছাত্রদলের দরকার নতুন মুখ যারা মেধাবী, পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিমত্তায় হার মানাতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এর আগে, ডাকসু নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।