Image description

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে থানা থেকে সরিয়ে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৩ আগস্ট মারা যান গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের ওপর প্রায় ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয় আলেম সমাজ আপত্তি জানাচ্ছিল এবং কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ‘ঈমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়, কবর ভেঙে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলে। এ সময় ব্যাপক ভাঙচুর-লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নিহত হন।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, দাপ্তরিক কাজের প্রয়োজনেই গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি করা হয়েছে। তিনি এক বছর ধরে গোয়ালন্দ ঘাট থানায় দায়িত্ব পালন করেছেন। এই বদলির সঙ্গে গত ৫ সেপ্টেম্বরের ঘটনার কোনো সম্পর্ক নেই।