
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্ন দল কেন হবে? কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ছোটবেলা যেখানে বসে কবি ফরুখ আহমেদ কবিতা রচনা করতেন। সেখানকার জায়গা অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে।
প্রেস সচিব বলেন, কবির বাড়ি অক্ষত রেখে কীভাবে রেললাইন নির্মাণ করা যায়। এ নিয়ে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শফিকুল আলম বলেন, আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে হবে। ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি বজায় ছিল। এটি আমাদের জন্য স্বস্তিদায়ক। ডাকসু নির্বাচনে কে জিতেছে; কে হেরেছে এটা আমদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা ভূমিকায় আমরা খুশি।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা।