Image description
 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত জাকসু ও হল সংসদ নির্বাচন। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই দুটি হল হলো বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেসা হল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা রেজওয়ানা করিম স্নিগ্ধা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন। কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে.এম রাশিদুল আলম বৃহস্পতিবার রাতেই জানান, প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

তবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে একটি শোকাবহ ঘটনাও ঘটে গেছে। শুক্রবার সকাল আটটার আগে ভোট গণনার কাজে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক নেমে এসেছে।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত আটটি হলে ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম–বরকত হল, মওলানা ভাসানী হল, ১০ নম্বর ছাত্র হল, মীর মশাররফ হোসেন হল, জাহানারা ইমাম হল, রোকেয়া হল ও আলবেরুনী হল। চারটি হলে এখনো ভোট গণনা চলছে। এগুলো হলো শহীদ রফিক–জব্বার হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, ২১ নম্বর ছাত্র হল ও ফজিলতুন্নেছা হল।

গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল পাঁচটা পর্যন্ত চলে। এরপরও সারিতে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত সোয়া দশটার দিকে গণনা শুরু হয়।

নির্বাচনের মধ্যে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একইভাবে ভোট বর্জন করেছে আরও চারটি প্যানেল—সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভোট বর্জন করেছেন। এদিকে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল পুনরায় নির্বাচনের দাবি তুলেছে।

একদিকে ফলাফল ঘোষণার প্রতীক্ষা, অন্যদিকে অভিযোগ, বর্জন আর শোক—সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী পরিবেশ একইসঙ্গে উত্তপ্ত ও ভারী হয়ে উঠেছে।