চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ পরিচয় দিয়ে দুগ্ধ খামারের কর্মচারীদের হাত-পা বেঁধে দুটি বড় গাভী, নগদ টাকা ও মোবাইল সেট লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেয়াবাদ কাজীপাড়া এলাকায় নাহিদ নামে এক ব্যক্তির দুগ্ধ খামারে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী ইব্রাহিম ও রোকন জানান, খামারের টিনশেড ঘরে ঘুমাচ্ছিলেন তারা। এসময় ধারালো অস্ত্রধারী ১০ থেকে ১২জন মুখোশ পরা দুর্বৃত্ত দরজা ভেঙে তাদের ঘরে ঢুকে। এরপর পুলিশ পরিচয় দিয়ে দুজনের হাত—পা বেঁধে মুখে গুঁজে দেয় দুবৃর্ত্তরা। এক পর্যায়ে রোকনের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং তাদেও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। তর্ক করলে তাদের মারধরও করে দুর্বৃত্তরা।
ইব্রাহিম আরও জানান, দুর্বৃত্তরা প্রায় আধা ঘণ্টা খামারে অবস্থান করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার পর গ্রিল কেটে পাশের খামারে (নাহিদের) ঢুকে চার/পাঁচজন ধারালো অস্ত্রধারী যুবক। ঢুকেই খামারের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে তারা। এক পর্যায়ে খামারের কর্মচারী ইদ্রিসসহ তিনজনের হাত—পা ও মুখে বেঁধে ৩/৪টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এরপর খামারের উত্তর পাশের শেডে থাকা অস্ট্রেলিয়ান জাতের বড় দুটি গাভী লুট কেও হাইস মডেলের মাইক্রোবাসে করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। ওই খামারে অন্তত ২০/২২টি অস্ট্রেলিয়ান জাতের গাভী রয়েছে। লুট হওয়া গাভী দুটির দাম আনুমানিক ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছেন নাহিদের কর্মচারী ইদ্রিস।দুগ্ধ খামার থেকে পুলিশ পরিচয় দিয়ে দুটি গাভী, নগদ টাকা ও ৫/৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আহমেদ বলেন, ‘আপনি (প্রতিবেদক) ভুক্তভোগীকে থানায় পাঠিয়ে দেন। এরপর আইনি পদক্ষেপ নেব।’